Rose Good Luck সৌরভ Rose Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ১৮ ডিসেম্বর, ২০১৫, ১২:৩২:১২ রাত

বন্ধ পেলেই ঘুরে বেড়ানো আমানের অভ্যাসে দাঁড়িয়েছে। দিনভর। আজ যেমন গেলো জাহাঙ্গীরনগর ভার্সিটিতে।

রঙ বে-রঙের পোশাকধারী নারী পুরুষ। রঙ কি শুধুই পরিচ্ছদে! মনে নয়?

মন যাদের অন্য মনের কয়েদী, তাদের কথা বাদ। মুক্ত মনওয়ালাদের কথাই ভাবছে সে।

কলতানের সামনের রাস্তাটি ধরে হেঁটে আসছে সে। পথ চলতি আনন্দমমূখর মানুষদের ভিতরের একজন মনে হচ্ছে নিজেকে।

বেশ তো! ভালোই লাগছে।

এক নারী ওকে পাশ কাঁটালো। রাস্তা জুড়ে ওর ছড়িয়ে যাওয়া সৌরভ! অতিপরিচিত। দেহমন চনমনে আমেজে জেগে উঠল। উষ্ণ রক্তস্রোত দুর্দম্য হয়ে উঠলো পলকের তরে। সময়ের ঘ্রাণে আপ্লুত হয়ে উঠে আমান হাসে নিজের মনে। পারু এই 'পারফিউম' ভালোবাসতো!

আমানকে নয়!

বিষন্ন হেসে ভাবে আমান,

' পারুর একটা 'পারফিউম' ও হতে পারলাম না আমি!'

এক বিষন্ন সাঝবেলায় এক ছায়ামানব, পাশের এক অচেনা নারীর রেখে যাওয়া সৌরভের ট্রেইল ধরে, দূরের এক চেনা নারীর পরিচিত দেহমনের সুগন্ধি পেতে চায়।

হায় প্রেম! নিষ্ঠুর! বড্ড বেশী। ।

বিষয়: সাহিত্য

৮৭২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354466
১৮ ডিসেম্বর ২০১৫ রাত ০৩:৫৬
কাহাফ লিখেছেন : "বিষন্ন হেসে ভাবে আমান,

' পারুর একটা 'পারফিউম' ও হতে পারলাম না আমি!' "
পারু রা প্রকৃত ভাল বাসতে পারে কখনও?
নিজেদের বহু রংগে তুলে ধরতে অভিনয় করে যায় না কী?
'নিজেদের ছাড়া অন্য কাউকে পারু রা কখনই ভালবাসে না!'
১৮ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:২২
294337
মামুন লিখেছেন : হ্যাঁ, প্রিয় কাহাফ ভাই। পারুরা বহুরুপী। এরা কখনোই কারো হয় না। তবুও আমানেরা ওদের পিছু চুটে চলে। নিরন্তর। ধোকা খায় আবার ছোটে। আবার ধোকা। আবার ছুটা। একদিন জীবন শেষ।
অনুভূতি রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ।
354517
১৮ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩২
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভাইয়া এত কঠিন জিনিস আমার মাথায় কিছুই ঢোকেনি। প্রেম জিনিসটাই জাস্ট ধাপ্পাবাজি লাগে আমার কাছে।
১৮ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:০৫
294381
মামুন লিখেছেন : ধন্যবাদ। আপনি বেঁচে গেছেন ভাই। তবে অনেকেই আপনার মত ভাগ্যবান নয়।
ভালো থাকুন। প্রেমহীন জীবনে সুখে থাকুন।Good Luck Good Luck
363866
২৮ মার্চ ২০১৬ রাত ০১:০৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! এভাবে অনেক দেবদাসও পাওয়া যাবে।
০৬ মে ২০১৬ রাত ০৮:৫০
305574
মামুন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
সহমত আপনার সাথে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File